作词 : Sauparna Manna/Subhankar Barik
作曲 : Sauparna Manna
মেঘেদের মাঝে ডানা দুটি মেলে
উড়ে চলি আমি তোমার ঠিকানায়
প্ল্যাটফর্ম গুলো ওড়ায় শুধু ধুলো
উষ্ণতা বোঝে অপেক্ষা আমার
স্পর্শকাতর আতর মাখা তোমার অভিমান, অভিমান
মরুভূমির মাঝে হারায় আমার অভিধান, অভিধান
গতিপথ গুলো বেপরোয়া হলো
শুন্যতা বোঝে এ বেদনা আমার
চারিদিক কালো লাগছে না ভালো
সময়ের জালে ডোবে প্রেমের জাহাজ
আমার শহর শেখায় আমায় ভালোবাসার গান, গান
পাল্টে যাবে ভরবে আলোয় তোমার মন প্রাণ, প্রাণ
হাজার বিশ্বাসে রঙ্গহীন ক্যানভাসে
তুমি যে এনেছো রঙ্গের জোয়ার
অস্থির নিশ্বাসে প্রলোভন চারপাশে
স্থিরতা খুঁজে পাই তোমার ছোয়ায়
জোনাকির আলো তোমায় ছুঁয়ে গেলো
মুহুর্ত বোঝে ব্যবধানের আঘাত
স্ট্রিটল্যাম্প গুলো ঘরে ফেরার আলো
ভালোবাসে জানে দেখা হবে আবার ..
作词 : Sauparna Manna/Subhankar Barik
作曲 : Sauparna Manna
মেঘেদের মাঝে ডানা দুটি মেলে
উড়ে চলি আমি তোমার ঠিকানায়
প্ল্যাটফর্ম গুলো ওড়ায় শুধু ধুলো
উষ্ণতা বোঝে অপেক্ষা আমার
স্পর্শকাতর আতর মাখা তোমার অভিমান, অভিমান
মরুভূমির মাঝে হারায় আমার অভিধান, অভিধান
গতিপথ গুলো বেপরোয়া হলো
শুন্যতা বোঝে এ বেদনা আমার
চারিদিক কালো লাগছে না ভালো
সময়ের জালে ডোবে প্রেমের জাহাজ
আমার শহর শেখায় আমায় ভালোবাসার গান, গান
পাল্টে যাবে ভরবে আলোয় তোমার মন প্রাণ, প্রাণ
হাজার বিশ্বাসে রঙ্গহীন ক্যানভাসে
তুমি যে এনেছো রঙ্গের জোয়ার
অস্থির নিশ্বাসে প্রলোভন চারপাশে
স্থিরতা খুঁজে পাই তোমার ছোয়ায়
জোনাকির আলো তোমায় ছুঁয়ে গেলো
মুহুর্ত বোঝে ব্যবধানের আঘাত
স্ট্রিটল্যাম্প গুলো ঘরে ফেরার আলো
ভালোবাসে জানে দেখা হবে আবার ..