Ami Chai Thakte

歌手: Nusraat Faria Master D • 专辑:Non Stop Dance Mix • 发布时间:2020-11-30
作词 : Syed Atiq
 ভেবেছি
 বারে বারে প্রেমে পরেছি
 মনে তারি ছবি একেছি
 আর ভালোবাসা কি আমি বুঝেছি
 মন ফেরে না ঘরে ফেরে না
 বলনা কি করি আজ আমি তোকে নিয়ে
 মন সহে না এই যন্ত্রনা
 উদাস হয়ে ভেবে যাই তোকে
 তোর মনের মাঝেতে
 তোর কথার ভাজেতে
 তোর ভাবনা গুলোতে
 আমি চাই থাকতে
 তোর ঝুমকা দোলাতে
 তোর হাতের চুড়িতে
 তোর লাল লাল ঠোটে
 আমি চাই থাকতে
 ও রে কি জাদু তুই করলি ?
 কেরে নিলি ঘুম ।
 হয়ে যাবো আমি loka
 My heart goes boom boom boom
 ভালোবাসি খুব বেশি তোর মুখের হাসি
 মনে ঝড় ওঠে যখন তোর চোখে দেখি
 মন ফেরে না ঘরে ফেরে না
 বলনা কি করি আজ আমি তোকে নিয়ে
 মন সহে না এই যন্ত্রনা
 উদাস হয়ে ভেবে যাই তোকে
 তোর মনের মাঝেতে
 তোর কথার ভাজেতে
 তোর ভাবনা গুলোতে
 আমি চাই থাকতে
 তোর ঝুমকা দোলাতে
 তোর হাতের চুড়িতে
 তোর লাল লাল ঠোটে
 আমি চাই থাকতে

 তোর হাতের ছোয়াতে
 তোর ঘুমের ঘোরেতে
 তোকে সপ্ন দেখাতে
 আমি চাই থাকতে
 তোর সপ্ন গুলোতে
 তোর নাকের নোলোকে
 তোর গালের তিলেতে
 আমি চাই থাকতে
 তোর মনের মাঝেতে
 তোর কথার ভাজেতে
 তোর ভাবনা গুলোতে
 আমি চাই থাকতে
 তোর ঝুমকা দোলাতে
 তোর হাতের চুড়িতে
 তোর লাল লাল ঠোটে
 আমি চাই থাকতে
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑