Mon Kharap

歌手: Dhi Harmony • 专辑:Shunyo Golok • 发布时间:2020-04-17
作词 : Tanmoy Guha
作曲 : Tanmoy Guha
আমার চার দেওয়ালের চুপকথারা
সার বেঁধেছে এসে
আমার মন্দবাসা তোমার কাছে
বাধ সেধেছে শেষে
আমার কড়িকাঠে ঘুণ ধরেছে
ঝুল জমেছে মনে
আমার গল্প বলায় জং পড়েছে ভুল করে টেলিফোনে

তুমি আর এসো না কান্না নিয়ে
মনখারাপের দেশে

আমার বিকেলগুলো কাটতো যখন
তোমার গলির বাঁকে
আমার রোদ্দুরেরা তিতলি হয়ে
উড়তো ঝাঁকে ঝাঁকে
আমার শহরতলির সন্ধ্যাবেলা
নামতো চাঁদের ডাকে
আমার অধ্যাবসায় থমকে যেত
অঙ্ক কষার ফাঁকে

আমার ভিনদেশি রাত চোর-কাঁটাতে
ঘর বেঁধেছে এসে
তুমি আর এসো না কান্না নিয়ে
মনখারাপের দেশে

আমার উদাসী ভোর ক্লান্ত চোখে
খুঁজতো মেঘের ডানা
তুমি আসতে তখন কল্পনাতে
মন শোনেনি মানা
আমার অগোছালো একলা আকাশ
মেঘ জমেছে কোণে
আমার গল্প বলায় জং পড়েছে
ভুল করে টেলিফোনে

তুমি আর এসো না কান্না নিয়ে
মনখারাপের দেশে
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑