作词 : Sauparna Manna/Subhankar Barik
作曲 : Sauparna Manna
কত স্নিগ্ধতা , কত মুগ্ধতা
যখন মনে পড়ে , সেই স্কুলবেলা
কাঁধে হাত রেখে , সেই স্কুলছুটি
রোজ টিউশনে , ওই খুনসুটি
হুম হুম , হুম হুম
আমার স্বপ্ন জুড়ে শুধু তুই
তোকে বলা হলো আর কই
বন্ধুদের সাথে লড়াই
তাদের সাথেই সাইকেল গড়াই...
কত মন খারাপ , কত সান্ত্বনা
টেস্টটিউব হাতে , করি মস্করা
হুম হুম , হুম হুম
আমার হাতে , যখন ধরিয়ে দিলি টুকলির কাগজ
তুই সেরা , তোকে গুরু বলে সম্মধন
দেওয়াল টপকে , স্কুল থেকে পালিয়ে সাইকেল ভ্রমণ
ভয় মাখানো , নিকোটিনের ধোঁয়া সেই প্রথম
কাঁটা কম্পাসে , লেখা নামগুলো
জীবিত স্মৃতি , বৃদ্ধ বেঞ্চগুলো
হুম হুম , হুম হুম
মন খোঁজে স্কুলের মাঠ
ক্লাসরুমের ঠান্ডা বাতাস
ব্ল্যাকবোর্ডে চকের আওয়াজ
সময় কেড়ে নিয়েছে যে সব
মুহুর্ত গুলো নিরব
হারানো শৈশব
মন খোঁজে স্কুলের মাঠ
ক্লাসরুমের ঠান্ডা বাতাস
ব্ল্যাকবোর্ডে চকের আওয়াজ
সময় কেড়ে নিয়েছে যে সব
মুহুর্ত গুলো নিরব
হারানো শৈশব
টিচারের শাসন , টিচারের বারণ
তারাই ছিলো , স্কুলের ব্যাকরণ
হুম হুম , হুম হুম
作词 : Sauparna Manna/Subhankar Barik
作曲 : Sauparna Manna
কত স্নিগ্ধতা , কত মুগ্ধতা
যখন মনে পড়ে , সেই স্কুলবেলা
কাঁধে হাত রেখে , সেই স্কুলছুটি
রোজ টিউশনে , ওই খুনসুটি
হুম হুম , হুম হুম
আমার স্বপ্ন জুড়ে শুধু তুই
তোকে বলা হলো আর কই
বন্ধুদের সাথে লড়াই
তাদের সাথেই সাইকেল গড়াই...
কত মন খারাপ , কত সান্ত্বনা
টেস্টটিউব হাতে , করি মস্করা
হুম হুম , হুম হুম
আমার হাতে , যখন ধরিয়ে দিলি টুকলির কাগজ
তুই সেরা , তোকে গুরু বলে সম্মধন
দেওয়াল টপকে , স্কুল থেকে পালিয়ে সাইকেল ভ্রমণ
ভয় মাখানো , নিকোটিনের ধোঁয়া সেই প্রথম
কাঁটা কম্পাসে , লেখা নামগুলো
জীবিত স্মৃতি , বৃদ্ধ বেঞ্চগুলো
হুম হুম , হুম হুম
মন খোঁজে স্কুলের মাঠ
ক্লাসরুমের ঠান্ডা বাতাস
ব্ল্যাকবোর্ডে চকের আওয়াজ
সময় কেড়ে নিয়েছে যে সব
মুহুর্ত গুলো নিরব
হারানো শৈশব
মন খোঁজে স্কুলের মাঠ
ক্লাসরুমের ঠান্ডা বাতাস
ব্ল্যাকবোর্ডে চকের আওয়াজ
সময় কেড়ে নিয়েছে যে সব
মুহুর্ত গুলো নিরব
হারানো শৈশব
টিচারের শাসন , টিচারের বারণ
তারাই ছিলো , স্কুলের ব্যাকরণ
হুম হুম , হুম হুম