作词 : Azad Amill
作曲 : Azad Amill
আবারো তোমার চোখে তাকিয়ে
খুঁজে পাই আমার পৃথিবীকে
আবারো তোমায় নিয়ে গড়ি
আমার সপ্নকে
Pre-Chorus :
তোমায় নিয়ে যেতে চাই অজানা কোন দেশে,
তোমায় ভালোবাসি বলব তোমার হাতে হাত রেখে।
তোমার মাঝে আমি হারাই
এভাবে বুঝি ভালোবাসি তোমায়,
তোমায় দেখি প্রতিক্ষনে
তুমি ফিরে এসো এই নির্জনে আমার।
ছাদের কোণে বসে একা, শুধু ভাবি কবে পাবো দেখা
কালো মেঘ চোখের কোণে, বৃষ্টি নামবে বলে
তোমার মাঝে আমি হারাই
এভাবে বুঝি ভালোবাসি তোমায়,
তোমায় দেখি প্রতিক্ষনে
তুমি ফিরে এসো এই নির্জনে
কারণ আমি
ভালোবাসি তোমায়,আবারো ভালোবাসি তোমায়
作词 : Azad Amill
作曲 : Azad Amill
আবারো তোমার চোখে তাকিয়ে
খুঁজে পাই আমার পৃথিবীকে
আবারো তোমায় নিয়ে গড়ি
আমার সপ্নকে
Pre-Chorus :
তোমায় নিয়ে যেতে চাই অজানা কোন দেশে,
তোমায় ভালোবাসি বলব তোমার হাতে হাত রেখে।
তোমার মাঝে আমি হারাই
এভাবে বুঝি ভালোবাসি তোমায়,
তোমায় দেখি প্রতিক্ষনে
তুমি ফিরে এসো এই নির্জনে আমার।
ছাদের কোণে বসে একা, শুধু ভাবি কবে পাবো দেখা
কালো মেঘ চোখের কোণে, বৃষ্টি নামবে বলে
তোমার মাঝে আমি হারাই
এভাবে বুঝি ভালোবাসি তোমায়,
তোমায় দেখি প্রতিক্ষনে
তুমি ফিরে এসো এই নির্জনে
কারণ আমি
ভালোবাসি তোমায়,আবারো ভালোবাসি তোমায়