作词 : Nazmul Sheikh
作曲 : Rahat Hossen
মনেরি আনাচে কানাচে
তোরি ছোঁয়া
তোকে ঘিরে
তুই জেনেনে
তোকে ছাড়া এখন
বেঁচে থাকার দুয়ার
মরুর বুকে
এক ফোঁটা জল।।
থাক তুই মন পাজরে
থাক তুই মন পাজরে
যা বলার বলেছি
বারে বারে চেয়েছি
থাক তুই মন পাজরে
থাক তুই মন পাজরে।।
কারণে বারণে
করব আমি ভুল
করে যাবো শুনবো আমি
তোরি শাসন।
মানবো না আর বাঁধা
বাসবো ভালো
জোর করে করবো আদায়
ভালোবাসা যত।
作词 : Nazmul Sheikh
作曲 : Rahat Hossen
মনেরি আনাচে কানাচে
তোরি ছোঁয়া
তোকে ঘিরে
তুই জেনেনে
তোকে ছাড়া এখন
বেঁচে থাকার দুয়ার
মরুর বুকে
এক ফোঁটা জল।।
থাক তুই মন পাজরে
থাক তুই মন পাজরে
যা বলার বলেছি
বারে বারে চেয়েছি
থাক তুই মন পাজরে
থাক তুই মন পাজরে।।
কারণে বারণে
করব আমি ভুল
করে যাবো শুনবো আমি
তোরি শাসন।
মানবো না আর বাঁধা
বাসবো ভালো
জোর করে করবো আদায়
ভালোবাসা যত।