作词 : Kamrul Hasan Shanto
作曲 : Nakib Ahmed
দূর থেকে দূরে আরো একটু দূরে
আলো ফেলে চলো কালো আঁধারে
মানচিত্রের সীমানা পেরিয়ে
কোথায় যাচ্ছ সরে, দূরত্ব বাড়িয়ে
যতটা আঘাত তুমি আমায় দাও
অশ্রু গড়িয়ে আবার মুছে নাও
আকাশের চেয়েও আরো দূরে যেতে চাও
তবু তুমি দৃষ্টি সীমানায় থেকে যাও
হঠাৎ কোথাও যদি আমরা মুখোমুখি
লুকিয়ে মুখ তুমি ফিরিয়ে নেবে কি ?
হৃদয়ের দাগ কি বলো মোছা যায়?
ভালবাসার স্পর্শ কখনো কি ভোলা যায়?
এই প্রতিশোধের খেলা ভেঙে দাও
এবার আমায় তুমি ফিরিয়ে নাও
যতটা আঘাত তুমি আমায় দাও
অশ্রু গড়িয়ে আবার মুছে নাও
আকাশের চেয়েও আরো দূরে যেতে চাও
তবু তুমি দৃষ্টি সীমানায় থেকে যাও
作词 : Kamrul Hasan Shanto
作曲 : Nakib Ahmed
দূর থেকে দূরে আরো একটু দূরে
আলো ফেলে চলো কালো আঁধারে
মানচিত্রের সীমানা পেরিয়ে
কোথায় যাচ্ছ সরে, দূরত্ব বাড়িয়ে
যতটা আঘাত তুমি আমায় দাও
অশ্রু গড়িয়ে আবার মুছে নাও
আকাশের চেয়েও আরো দূরে যেতে চাও
তবু তুমি দৃষ্টি সীমানায় থেকে যাও
হঠাৎ কোথাও যদি আমরা মুখোমুখি
লুকিয়ে মুখ তুমি ফিরিয়ে নেবে কি ?
হৃদয়ের দাগ কি বলো মোছা যায়?
ভালবাসার স্পর্শ কখনো কি ভোলা যায়?
এই প্রতিশোধের খেলা ভেঙে দাও
এবার আমায় তুমি ফিরিয়ে নাও
যতটা আঘাত তুমি আমায় দাও
অশ্রু গড়িয়ে আবার মুছে নাও
আকাশের চেয়েও আরো দূরে যেতে চাও
তবু তুমি দৃষ্টি সীমানায় থেকে যাও