Tumi Je Amar Thikana

歌手: Rahat Hossen • 专辑:Tumi Je Amar Thikana • 发布时间:2024-09-13
作词 : Ilias Molla
作曲 : Rahat Hossen
মনের ভাষা বলেছি,
সুখের আশা করেছি
তোমাকে আমি পেয়েছি, ভালোবেসেছি।
জীবন জুড়ে তুমি থাকোনা
তুমি যে আমার ঠিকানা
তোমায় নিয়ে যত ভাবনা,
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।

মেহেদী রাঙা এই দু'হাতে,
রাখি তোমায় জড়িয়ে
হাসিতে আর ফুল সোহাগে দেব ভরিয়ে।
একটি দুটি মায়াবী রাতে,
কি যে আলো জ্বালিয়ে মন যেতে চায়,
তাই মন দিয়েছি।

বলিনি আমি তোমাকে ছাড়া, যাবো অন্য পথে
তুমি যেওনা যেন আমার আড়ালে
জীবন জুড়ে তুমি থাকোনা
তুমি যে আমার ঠিকানা
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।

বন্ধু হলাম দুঃখ রাতে,
তুমি আমি দুজনে
হয়তো সেই ভুল আধারে, পাবো আলো জীবনে
কখনো রোদ ইন্দ্রধনু
আমাদের বাগানে
কখনো আসে যায় সঙ্গোপনে।

বলিনি আমি তোমাকে ছাড়া,যাবো অন্য পথে
তুমি যেওনা যেন আমার আড়ালে
জীবন জুড়ে তুমি থাকোনা
তুমি যে আমার ঠিকানা
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑