作词 : Prosenjit Ojha
作曲 : Mahtim Shakib
কল্পনা
শিল্পী : মাহতিম শাকিব
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার :মাহতিম শাকিব
লেবেল : প্রোটিউন
২২/০৫/২০২৩
আমার গল্পে তোমায় লিখি
ভাবনা কত শত ।
ইচ্ছে রঙে তোমায় আঁকি
প্রজাপতির মতো ।
আমার গল্পে তোমায় লিখি
ভাবনা কত শত ।
ইচ্ছে রঙে তোমায় আঁকি
প্রজাপতির মতো ।
কল্পনাকে সত্যি ভেবে এ মন
তোমাকে ভালোবাসে সারাক্ষণ।
আমার মতো
তুমি ও কি ভাবো আমাকে।
না হলে মিছে কেন ভালোবাসি তোমাকে।।
গোধূলির রঙ তোমার চোখে মুখে
সন্ধ্যা তারা সাজে আমার সুখে।
রাত্রি হলেই স্বপ্ন সারি সারি
তোমার সাথে সাত সাগর পাড়ি।।
ভোরের সূর্য আদর মেখে ডাকে
তোমাকে দেখি জানালার ফাঁকে।।
আমার মতো
তুমিও কি ভাবো আমাকে।
না হলে মিছে কেন ভালোবাসি তোমাকে ।।
作词 : Prosenjit Ojha
作曲 : Mahtim Shakib
কল্পনা
শিল্পী : মাহতিম শাকিব
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার :মাহতিম শাকিব
লেবেল : প্রোটিউন
২২/০৫/২০২৩
আমার গল্পে তোমায় লিখি
ভাবনা কত শত ।
ইচ্ছে রঙে তোমায় আঁকি
প্রজাপতির মতো ।
আমার গল্পে তোমায় লিখি
ভাবনা কত শত ।
ইচ্ছে রঙে তোমায় আঁকি
প্রজাপতির মতো ।
কল্পনাকে সত্যি ভেবে এ মন
তোমাকে ভালোবাসে সারাক্ষণ।
আমার মতো
তুমি ও কি ভাবো আমাকে।
না হলে মিছে কেন ভালোবাসি তোমাকে।।
গোধূলির রঙ তোমার চোখে মুখে
সন্ধ্যা তারা সাজে আমার সুখে।
রাত্রি হলেই স্বপ্ন সারি সারি
তোমার সাথে সাত সাগর পাড়ি।।
ভোরের সূর্য আদর মেখে ডাকে
তোমাকে দেখি জানালার ফাঁকে।।
আমার মতো
তুমিও কি ভাবো আমাকে।
না হলে মিছে কেন ভালোবাসি তোমাকে ।।