作词 : Sojib Adhikary
作曲 : Mijanur Rahman Badsha
জল ভরিবার ছল করিয়া গো সখী
আইসো পুকুর পাড়ে।
নয়ন ভরে দেখবো তোমারে। ।
১) সর্প যেমন যতন করে
মনি রাখে মাথায় করে।(২)
তোমায় আমি তেমনি করে গো সখী (২)
রাখবো আমার অন্তরে।।
২) গাছের সাথে লতা যেমন
জরাই ধরে করে মিলন ।
তুমি আমি তেমনি মতন গো সখী (২)
থাকবো দুজন ধরে। ।
৩) নয়নেতে রাইখা নয়ন
পাশা পাশি বসবো দুজন।(২)
ঝিনুক যেমন মুক্তা রাখে গো সখি
বুকে রাখবো তোমারে।
作词 : Sojib Adhikary
作曲 : Mijanur Rahman Badsha
জল ভরিবার ছল করিয়া গো সখী
আইসো পুকুর পাড়ে।
নয়ন ভরে দেখবো তোমারে। ।
১) সর্প যেমন যতন করে
মনি রাখে মাথায় করে।(২)
তোমায় আমি তেমনি করে গো সখী (২)
রাখবো আমার অন্তরে।।
২) গাছের সাথে লতা যেমন
জরাই ধরে করে মিলন ।
তুমি আমি তেমনি মতন গো সখী (২)
থাকবো দুজন ধরে। ।
৩) নয়নেতে রাইখা নয়ন
পাশা পাশি বসবো দুজন।(২)
ঝিনুক যেমন মুক্তা রাখে গো সখি
বুকে রাখবো তোমারে।