SOKHI NOYON VORE DEKHBO TOMARE

歌手: Fazlur Rahman Babu • 专辑:SOKHI NOYON VORE DEKHBO TOMARE • 发布时间:2024-10-17
作词 : Sojib Adhikary
作曲 : Mijanur Rahman Badsha
জল ভরিবার ছল করিয়া গো সখী
আইসো পুকুর পাড়ে।
নয়ন ভরে দেখবো তোমারে। ।

১) সর্প যেমন যতন করে
মনি রাখে মাথায় করে।(২)
তোমায় আমি তেমনি করে গো সখী (২)
রাখবো আমার অন্তরে।।

২) গাছের সাথে লতা যেমন
জরাই ধরে করে মিলন ।
তুমি আমি তেমনি মতন গো সখী  (২)
থাকবো দুজন ধরে। ।

৩) নয়নেতে রাইখা নয়ন
পাশা পাশি বসবো দুজন।(২)
ঝিনুক যেমন মুক্তা রাখে গো সখি
বুকে রাখবো তোমারে।
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑