作词 : Rakibul Ahsan Minar
作曲 : Abm Noman Azad
দেশে এত সুশীল আইলো কইত্থেকে?
ভাইরে, আইলো কইত্থেকে?
স্বৈরাচারীর পুনর্বাসন চায় কেন প্রত্যেকে?
যে দল গণহত্যা করে দেশের জনতারে মারিলো
আপোষে নয় রীতিমতো যুদ্ধ করেই হারিলো
ষোল বছর ধইরা যারা এতো এতো জ্বালাইলো
অভ্যুত্থানে পতন হতেই দেশটা ছাইড়া পালাইলো
হাজার লক্ষ কোটি টাকা দেশের যারা লুটিলো
জনগণের ভাগ্যে শুধু দুঃশাসনই জুটিলো
কেন তারা রাজনীতিতে এখনো ভাই প্রাসঙ্গিক?
নিষিদ্ধ কেন্ হবে না কও দেশে থাকা সকল লীগ?
নিষিদ্ধ হোক চায় না কেন অন্য দলের নেতারা?
খুনিদেরকে পুনর্বাসন করতে চাওয়ার কে তারা?
জনগণের নাম ভাঙায়া দেয় নিজেদের মতামত
ঘাঁড়ে টাইনা আনতাছে ফের পুরোনো সেই মুসিবত
ওরা কভু ছিলো না তো জাতির জন্য নেয়ামত
ফিরতে পারলে দেখবা দেশে শুরু হইছে কেয়ামত।
ষোল বছর ছিলো যারা অস্ত্র হাতে সজ্জিত
গণহত্যা চালিয়েও একটুও নয় লজ্জিত
স্বীকারও তো করতাছে না অপরাধ যে করিলো
দেখেও তো দেখতাছে না কত মানুষ মরিলো
অপেক্ষাতে আছে উল্টো নেত্রী ঢুকবে চট কইরা
ক্ষমতাতে ফিরবো আবার আগের মত ভোট কইরা
অনুতপ্ত হয় নাই ওরা এত জীবন নিভাইয়া
ভাইবা বলুন দুর্ভাগ্য কি আছে বড় এর থেকে?
ভুইলা গেছে ছিলো ওরা ব্যর্থদেরই দলে
কেমনে তাদের দমন করতো ক্ষমতারই বলে
ষোল বছর ধইরা কেমনে জুলুমতন্ত্র চালাইলো
মামলা হামলা কইরা ওদের কত রঙ্গে জ্বালাইলো
ঈদের পরে আন্দোলনের কত হুমকি শুনিতাম
সে ঈদ কভু আইলো না তো দিনই শুধু গুনিতাম
তাদের নেত্রী জেলে ছিল মুক্ত করতে পারলো না
কত নেতা জেলে মরলো মরার আগে ছাড়লো না
ঘরে থাকতে পারে নাই তো থাকতে হইতো পলাতক
তবু তাদের পুনর্বাসন করতে যে চায় আহাম্মক
নিষেধাজ্ঞা ঠেকায় ওদের ছিলো যারা স্বৈরাচার
সাহস কইরা বলে নাই তো বাকশালীরা বাংলা ছাড়
বাঁচাইতেছে দেশে থাকা সকল দালাল মিডিয়া
জঙ্গি ইসকন ওগোর লগে গেছে দেখি ভিড়িয়া
লগি বৈঠা দিয়া শুরু ইসলাম পন্থী পিটানো
শখই ছিলো মাইরা ওদের মনের খায়েশ মিটানো
কত নেতার ফাঁসি হইলো ওদের মিথ্যা মামলাতে
কত কর্মী শহীদ হইলো ওদের হিংস্র হামলাতে
কত নেতা জেলে আজও মুক্তি তাদের হইলো না
মুক্তি চাইয়া তাদের কেউ শক্ত কথা কইলো না
উল্টো আরো সুশীল সাইজ্জা মিঠা মিঠা কথা হয়
তাদের এসব ভাষণ শুইন্না বুকে আমগো ব্যথা হয়।
তারাও কি হায়নাদেরকে রাজনীতিতে আনতে চায়?
হেকমতে নয় সোজাসুজি দেশের মানুষ জানতে চায়।
ওরা ফিরলে ওদের মত তোমরা ক্ষমা পাইবা না
আত্মহত্যার শামিল এটা রেহাই তো নেই এর থেকে
যারা-পাখির মত দুই হাত মেইল্লা গুলির সামনে দাঁড়াইলো
পরিণতি জানার পরও মিছিলে পা বাড়াইলো
যারা-জীবন দিয়া গেড়ে বসা ক্ষমতার ভিত নাড়াইলো,
স্বৈরাচারী হাসিনারে বাংলা থেইক্কা তাড়াইলো।
তারা-দেয় নাই জীবন তোমাদেরকে ক্ষমতাতে বসাইতে,
তারা যদি বিরুদ্ধে যায় পারবা ক্ষতি পোষাইতে?
তারা জীবন বাজি রাইখা যাইতে পারে আন্দোলনে
তারা থামে না তো হুমকি ধমকি কোন প্রলোভনে
তাদের নিও তো হালকা ভাবে শেখ হাসিনার মতন,
তাদের আন্দোলনে তোমাগোও হইতে পারে পতন।
দেশটা আগে গঠন করো ওদের চাওয়া মত,
সারিয়ে নাও একেক করে দেশের সকল ক্ষত।
নির্বাচনের সময় আছে সংস্কারই হোক আগে,
দিতে হইবো সময় কইলাম যত সময় লাগে।
পেরেশানী দেখাইও না ক্ষমতারই লাগি,
ইতমধ্যে শুরু কইরা দিছো ভাগাভাগি।
আমরা সবই দেখতে পাচ্ছি দেশবাসী নয় অন্ধ,
সময় থাকতে লাইনে আসো লুটপাট করো বন্ধ।
দেশ গঠনের এ সময়টায় সাহায্যেরই হাত বাঁড়াও,
বাংলা থেকে চিরতরে বাকশালীদের জাত তাড়াও
ওরা যদি ফিররা আসে ক্ষমতাতে পুনরায়
তোমগো ক্ষতি হইবো বেশি অন্য মানুষ সব থেকে
作词 : Rakibul Ahsan Minar
作曲 : Abm Noman Azad
দেশে এত সুশীল আইলো কইত্থেকে?
ভাইরে, আইলো কইত্থেকে?
স্বৈরাচারীর পুনর্বাসন চায় কেন প্রত্যেকে?
যে দল গণহত্যা করে দেশের জনতারে মারিলো
আপোষে নয় রীতিমতো যুদ্ধ করেই হারিলো
ষোল বছর ধইরা যারা এতো এতো জ্বালাইলো
অভ্যুত্থানে পতন হতেই দেশটা ছাইড়া পালাইলো
হাজার লক্ষ কোটি টাকা দেশের যারা লুটিলো
জনগণের ভাগ্যে শুধু দুঃশাসনই জুটিলো
কেন তারা রাজনীতিতে এখনো ভাই প্রাসঙ্গিক?
নিষিদ্ধ কেন্ হবে না কও দেশে থাকা সকল লীগ?
নিষিদ্ধ হোক চায় না কেন অন্য দলের নেতারা?
খুনিদেরকে পুনর্বাসন করতে চাওয়ার কে তারা?
জনগণের নাম ভাঙায়া দেয় নিজেদের মতামত
ঘাঁড়ে টাইনা আনতাছে ফের পুরোনো সেই মুসিবত
ওরা কভু ছিলো না তো জাতির জন্য নেয়ামত
ফিরতে পারলে দেখবা দেশে শুরু হইছে কেয়ামত।
ষোল বছর ছিলো যারা অস্ত্র হাতে সজ্জিত
গণহত্যা চালিয়েও একটুও নয় লজ্জিত
স্বীকারও তো করতাছে না অপরাধ যে করিলো
দেখেও তো দেখতাছে না কত মানুষ মরিলো
অপেক্ষাতে আছে উল্টো নেত্রী ঢুকবে চট কইরা
ক্ষমতাতে ফিরবো আবার আগের মত ভোট কইরা
অনুতপ্ত হয় নাই ওরা এত জীবন নিভাইয়া
ভাইবা বলুন দুর্ভাগ্য কি আছে বড় এর থেকে?
ভুইলা গেছে ছিলো ওরা ব্যর্থদেরই দলে
কেমনে তাদের দমন করতো ক্ষমতারই বলে
ষোল বছর ধইরা কেমনে জুলুমতন্ত্র চালাইলো
মামলা হামলা কইরা ওদের কত রঙ্গে জ্বালাইলো
ঈদের পরে আন্দোলনের কত হুমকি শুনিতাম
সে ঈদ কভু আইলো না তো দিনই শুধু গুনিতাম
তাদের নেত্রী জেলে ছিল মুক্ত করতে পারলো না
কত নেতা জেলে মরলো মরার আগে ছাড়লো না
ঘরে থাকতে পারে নাই তো থাকতে হইতো পলাতক
তবু তাদের পুনর্বাসন করতে যে চায় আহাম্মক
নিষেধাজ্ঞা ঠেকায় ওদের ছিলো যারা স্বৈরাচার
সাহস কইরা বলে নাই তো বাকশালীরা বাংলা ছাড়
বাঁচাইতেছে দেশে থাকা সকল দালাল মিডিয়া
জঙ্গি ইসকন ওগোর লগে গেছে দেখি ভিড়িয়া
লগি বৈঠা দিয়া শুরু ইসলাম পন্থী পিটানো
শখই ছিলো মাইরা ওদের মনের খায়েশ মিটানো
কত নেতার ফাঁসি হইলো ওদের মিথ্যা মামলাতে
কত কর্মী শহীদ হইলো ওদের হিংস্র হামলাতে
কত নেতা জেলে আজও মুক্তি তাদের হইলো না
মুক্তি চাইয়া তাদের কেউ শক্ত কথা কইলো না
উল্টো আরো সুশীল সাইজ্জা মিঠা মিঠা কথা হয়
তাদের এসব ভাষণ শুইন্না বুকে আমগো ব্যথা হয়।
তারাও কি হায়নাদেরকে রাজনীতিতে আনতে চায়?
হেকমতে নয় সোজাসুজি দেশের মানুষ জানতে চায়।
ওরা ফিরলে ওদের মত তোমরা ক্ষমা পাইবা না
আত্মহত্যার শামিল এটা রেহাই তো নেই এর থেকে
যারা-পাখির মত দুই হাত মেইল্লা গুলির সামনে দাঁড়াইলো
পরিণতি জানার পরও মিছিলে পা বাড়াইলো
যারা-জীবন দিয়া গেড়ে বসা ক্ষমতার ভিত নাড়াইলো,
স্বৈরাচারী হাসিনারে বাংলা থেইক্কা তাড়াইলো।
তারা-দেয় নাই জীবন তোমাদেরকে ক্ষমতাতে বসাইতে,
তারা যদি বিরুদ্ধে যায় পারবা ক্ষতি পোষাইতে?
তারা জীবন বাজি রাইখা যাইতে পারে আন্দোলনে
তারা থামে না তো হুমকি ধমকি কোন প্রলোভনে
তাদের নিও তো হালকা ভাবে শেখ হাসিনার মতন,
তাদের আন্দোলনে তোমাগোও হইতে পারে পতন।
দেশটা আগে গঠন করো ওদের চাওয়া মত,
সারিয়ে নাও একেক করে দেশের সকল ক্ষত।
নির্বাচনের সময় আছে সংস্কারই হোক আগে,
দিতে হইবো সময় কইলাম যত সময় লাগে।
পেরেশানী দেখাইও না ক্ষমতারই লাগি,
ইতমধ্যে শুরু কইরা দিছো ভাগাভাগি।
আমরা সবই দেখতে পাচ্ছি দেশবাসী নয় অন্ধ,
সময় থাকতে লাইনে আসো লুটপাট করো বন্ধ।
দেশ গঠনের এ সময়টায় সাহায্যেরই হাত বাঁড়াও,
বাংলা থেকে চিরতরে বাকশালীদের জাত তাড়াও
ওরা যদি ফিররা আসে ক্ষমতাতে পুনরায়
তোমগো ক্ষতি হইবো বেশি অন্য মানুষ সব থেকে