মায়ার বন্ধু কোথায় গেলা হারাইয়া
মন ভুলাইয়া দুঃখ গেলা বাড়াইয়া
তুমি বিনে এই পরাণে
রাখি কষ্ট জড়াইয়া
ভুলে যেতে চাইলে কি
ভুলে যাওয়া যায়
প্রথম প্রেমের স্মৃতি ভুলে
থাকা বড় দায়
তুমি বিনে এই পরাণে
তবু তুমি সুখে থাকো
কাঁদিয়ে আমায়
ভুল করেও কোনো অভিশাপ
দেবোনা তোমায়
তুমি বিনে এই পরাণে
মায়ার বন্ধু কোথায় গেলা হারাইয়া
মন ভুলাইয়া দুঃখ গেলা বাড়াইয়া
তুমি বিনে এই পরাণে
রাখি কষ্ট জড়াইয়া
ভুলে যেতে চাইলে কি
ভুলে যাওয়া যায়
প্রথম প্রেমের স্মৃতি ভুলে
থাকা বড় দায়
তুমি বিনে এই পরাণে
তবু তুমি সুখে থাকো
কাঁদিয়ে আমায়
ভুল করেও কোনো অভিশাপ
দেবোনা তোমায়
তুমি বিনে এই পরাণে