作词 : Pradip Saha
作曲 : Avi Akash
কান্দে আমার ভিতর বাহির
কান্দে আমার পরাণ
আমার কাছে জীবন মানে
জিন্দা লাশের সমান
যার কারণে কষ্ট পাইলাম
যার কারণে সব হারাইলাম
কেমনে সে ভালো থাকে
সাজাইয়া সুখের বাগান
আমি এক কপাল পোড়া
আমি এক পিরিতের মরা
আমারে কেউ বাসে নাই ভালো
খুব বেশি দিন জ্বলবেনা আর
এই জীবনের আলো
কষ্ট নিয়ে থাকি একা
পাইলামনারে সুখের দেখা
আমার আপন নাইযে কেহ
যন্ত্রণার আগুনে জ্বলে
আমার সারা দেহ
作词 : Pradip Saha
作曲 : Avi Akash
কান্দে আমার ভিতর বাহির
কান্দে আমার পরাণ
আমার কাছে জীবন মানে
জিন্দা লাশের সমান
যার কারণে কষ্ট পাইলাম
যার কারণে সব হারাইলাম
কেমনে সে ভালো থাকে
সাজাইয়া সুখের বাগান
আমি এক কপাল পোড়া
আমি এক পিরিতের মরা
আমারে কেউ বাসে নাই ভালো
খুব বেশি দিন জ্বলবেনা আর
এই জীবনের আলো
কষ্ট নিয়ে থাকি একা
পাইলামনারে সুখের দেখা
আমার আপন নাইযে কেহ
যন্ত্রণার আগুনে জ্বলে
আমার সারা দেহ