作词 : Pradip Saha
作曲 : Avi Akash
আমার বুকে বড় জ্বালা
আমার কলিজা পুইড়া কালা
এত চাইলাম তবু আমি
তোরে পাইলামনা
আমি তোর মনের মত
হইতে পারলামনারে
কেন তোর মনের মত
হইতে পারলামনা
তোর ভাবনাতে ছিল বেইমান
অন্য কারো ছবি
তোর অভিনয়ের খেলায়
আমি হারাইলাম সবই
এত চাইলাম
তোর ছলনাতে ভুইলা আমার
হইল জীবন নষ্ট
তুই হাসতে হাসতে খেলতে খেলতে
দিলি অনেক কষ্ট
এত চাইলাম
作词 : Pradip Saha
作曲 : Avi Akash
আমার বুকে বড় জ্বালা
আমার কলিজা পুইড়া কালা
এত চাইলাম তবু আমি
তোরে পাইলামনা
আমি তোর মনের মত
হইতে পারলামনারে
কেন তোর মনের মত
হইতে পারলামনা
তোর ভাবনাতে ছিল বেইমান
অন্য কারো ছবি
তোর অভিনয়ের খেলায়
আমি হারাইলাম সবই
এত চাইলাম
তোর ছলনাতে ভুইলা আমার
হইল জীবন নষ্ট
তুই হাসতে হাসতে খেলতে খেলতে
দিলি অনেক কষ্ট
এত চাইলাম