Dhake Kathi pore

歌手: Madhab Kundu • 专辑:Dhake Kathi pore • 发布时间:2025-09-29
作词 : Joy Kundu
作曲 : Madhab Kundu/Joy Kundu
ঢাকে কাঠি পরে ওই পুজো মন্ডপে
কাসর ঘন্টা বাজে ওই পুজো মন্ডপে
ঢাকে কাঠি পরে ওই পুজো মন্ডপে
কাসর ঘন্টা বাজে ওই পুজো মন্ডপে
সব দুঃখ ভুলে আনন্দে মন দোলে
নাচবো প্রাণ খুলে ঐ ঢাকের তালে তালে
দুগ্গা মাগো তুমি আবার বছর পর এলে
দুগ্গা মাগো তুমি আবার বছর পর এলে
বলো দুর্গা মাইকি
জয়.........
বলো দুর্গা মাইকি
জয়.........
বলো দুর্গা মাইকি
জয়.........

মাগো তোমার রাঙা চরণে নিও আমার এই প্রণাম
তোমার আশিশ পেলে মাগো ধন্য এই জীবন আমার
মাগো তোমার রাঙা চরণে নিও আমার এই প্রণাম
তোমার আশিশ পেলে মাগো ধন্য এই জীবন আমার
তুমি মাগো আছো বলে
তোমার কৃপায় এই ভুবন চলে
তুমি মাগো আছো বলে
তোমার কৃপায় এই ভুবন চলে
আমরা তোমারই সন্তান
মাগো আমরা তোমারই সন্তান
ওই উলুধ্বনি পরে মাগো তোমার প্রাঙ্গণে
মন্ত্র ধ্বনি গর্যে মাগো তোমার আহ্বানে
সব দুঃখ ভুলে আনন্দে মন দোলে
নাচবো প্রাণ খুলে ঐ ঢাকের তালে তালে
দুগ্গা মাগো তুমি আবার বছর পর এলে
দুগ্গা মাগো তুমি আবার বছর পর এলে

সপ্তমীতে মা ধুনুচি জেলে আরতী করিব মোরা তোমার প্রাঙ্গণে
অষ্টমী তে তোমায় অঞ্জলি দিয়ে আশীষ নেব তোমার চরণে ছুঁয়ে
নবমীতে সবাই মিলে নাচবো মোরা আনন্দেতে
নবমীতে সবাই মিলে নাচবো মোরা আনন্দেতে
দশভূজা তুমি মা
ওগো করুণাময়ী তুমি
ঢাকে কাঠি পরে ওই পুজো মন্ডপে
কাসর ঘন্টা বাজে ওই পুজো মন্ডপে
সব দুঃখ ভুলে আনন্দে মন দোলে
নাচবো প্রাণ খুলে ঐ ঢাকের তালে তালে
দুগ্গা মাগো তুমি আবার বছর পর এলে
দুগ্গা মাগো তুমি আবার বছর পর এলে
আমরা তোমারই সন্তান
আমরা তোমারই সন্তান
আমরা তোমারই সন্তান
আমরা তোমারই সন্তান
📥 下载LRC歌词 📄 下载TXT歌词

支持卡拉OK同步显示,可用记事本编辑