পোকা মাকড়ের ঘর বসতি
ঘইবো যে দিন দেহ
ওরে মানুষ বুঝবি সেদিন
কে গুরু কে শিষ্য।
রাজার সাজে সেজে তুমি
ভাবো সবাই প্রজা
শেষ খেয়ার পারাপারে
পাবে আসল মজা
দেখবে সেদিন দুটি চোখে
সবি তুমি সর্ষ।
রং মহলে ফূর্তি করো
সরাবে হও মাতাল
অহমিকায় ভাঙ্গো তুমি
কাচের সব দেয়াল
দেখছেন তিনি খুব খেয়ালে
তোমার সব দৃশ্য।
পোকা মাকড়ের ঘর বসতি
ঘইবো যে দিন দেহ
ওরে মানুষ বুঝবি সেদিন
কে গুরু কে শিষ্য।
রাজার সাজে সেজে তুমি
ভাবো সবাই প্রজা
শেষ খেয়ার পারাপারে
পাবে আসল মজা
দেখবে সেদিন দুটি চোখে
সবি তুমি সর্ষ।
রং মহলে ফূর্তি করো
সরাবে হও মাতাল
অহমিকায় ভাঙ্গো তুমি
কাচের সব দেয়াল
দেখছেন তিনি খুব খেয়ালে
তোমার সব দৃশ্য।